ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পরিবারে।
শুক্রবার প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, গাঙ্গুলীর পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন - সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী এবং তার শ্বশুর ও শাশুড়ি। এছাড়া বাড়ির এক গৃহকর্মীর শরীরে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।
গৃহকর্মীসহ চারজনই কলকাতার মমিপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে সৌরভ গাঙ্গুলীর পরিবারের এই চার সদস্যের শরীরে জ্বর-কাশির মতো করোনা উপসর্গ দেখা দেয়। তারা এই শারীরিক অসুস্থতার কথা আমাদের জানালে তাদের করোনা টেস্ট করা হয়। চারজনেরই ফলাফল পজিটিভ এসেছে। তবে স্নেহাশিষ গাঙ্গুলীর পরীক্ষার নেগেটিভ ফল এসেছে। তবুও তাকে বাধ্যতামূলক হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
তবে করোনা আক্রান্তের সময় তারা বেহালায় সৌরভ গাঙ্গুলীর পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন বলে জানান ওই কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy