ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বীরপ্রতীক আশরাফ আলী খান (৬৩) মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, তিনদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় তার নমুনা সংগ্রহ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বীরপ্রতীক আশরাফ আলী খানের উকিল মেয়ের জামাতা মো. কামরান বলেন, বীরপ্রতীক আশরাফ আলী ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টিগ্রামের বাসিন্দা। তিনি সপরিবারে নগরীর আকুয়া মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন।
আশরাফ আলী খান ১৯৬৯ সালে তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৮ সালে চট্টগ্রাম সেনানিবাস থেকে ল্যান্স নায়েক হিসেবে অবসর গ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরপ্রতীক খেতাব লাভ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ বীর বলেও জানান কামরান।