মৃত সন্ধ্যা রাণী জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের শচীন্দ্র সরকারের স্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ার এক আত্মীয়ের বাড়িতে থাকতেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, কিছুদিন আগে সন্ধ্যা রাণীর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে শনিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেয়া হয়। রাতে আসা ফলাফলে সন্ধ্যা রাণীর করোনা পজিটিভ আসে।
তিনি জানান, রোববার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে করোনাভাইরাসে আক্রান্তের তথ্যটি গোপন করে সন্ধ্যা রাণীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনেন স্বজনরা। পরে সাধারণ রোগী হিসেবে তাকে ভর্তি করা হয়। এরমধ্যে ওই বৃদ্ধা করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারেন স্বাস্থ্যকর্মীরা। এ সময় তাকে হাসপাতাল অভ্যন্তরের ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নেয়ার কথা বলা হয়। আইসোলেশনে নেয়ার সময় তিনি মারা যান।
Leave a Reply