মৃত সন্ধ্যা রাণী জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের শচীন্দ্র সরকারের স্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ার এক আত্মীয়ের বাড়িতে থাকতেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, কিছুদিন আগে সন্ধ্যা রাণীর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে শনিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেয়া হয়। রাতে আসা ফলাফলে সন্ধ্যা রাণীর করোনা পজিটিভ আসে।
তিনি জানান, রোববার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে করোনাভাইরাসে আক্রান্তের তথ্যটি গোপন করে সন্ধ্যা রাণীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনেন স্বজনরা। পরে সাধারণ রোগী হিসেবে তাকে ভর্তি করা হয়। এরমধ্যে ওই বৃদ্ধা করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারেন স্বাস্থ্যকর্মীরা। এ সময় তাকে হাসপাতাল অভ্যন্তরের ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নেয়ার কথা বলা হয়। আইসোলেশনে নেয়ার সময় তিনি মারা যান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy