রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
আজ ২২শে জুন রংপুর মহানগরীর করোনার বিস্তারস্থল খ্যাত রংপুর সিটি বাজার এবং এর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসন, রংপুর, রংপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মিলিত উদ্যোগে জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম এর নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, রংপুরের জেলা প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনী এর প্রতিনিধি, রংপুর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রংপুর সিটি বাজারের উচ্ছেদকৃত কাঁচাবাজার ও ফলের দোকানসমূহ সাময়িকভাবে অন্যত্র স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হয়। করোনার বিস্তার রোধে প্রশাসনের এই কার্যক্রমকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy