ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সফিকুল ইসলাম একজন চিকিৎসকের (অবসরপ্রাপ্ত) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. সফিকুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিন সপ্তাহ আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকেই তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. সফিকুল ইসলামকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ৪১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন চিকিৎসক।