শুধু রাজধানীতেই আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত ৩৭৩ জন।
করোনার সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বাহিনীর সদস্যরা।
রোববার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, বাহিনীর সদস্যরা সারা দেশের জনসাধারণকে সচেতন করতে কাজ করছেন এবং নিরাপদ দূরত্ব মেনে চলতে আহ্বান জানাচ্ছেন।
এ দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে বাহিনীতে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮৩৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ২০৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন সদস্য। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন সদস্য।
এ পর্যন্ত ৪ কর্মকর্তাসহ মোট ৪৬৫ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার প্রায় ৫৬ শতাংশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy