প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২০, ২:৪৫ এ.এম
করোনায় এই কঠিন সময়ে কমেনি কারো কর্মস্পৃহা
তাজ চৌধুরী, দিনাজপুর ব্যুরো।
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবায় বরাবরের মত এগিয়ে আছে।
করোনার এই কঠিন সময়ে কমেনি কারো কর্মস্পৃহা।
প্রতিদিনই নিরাপদ প্রসব (নরমাল ডেলিভারি) সম্পন্ন হয় খানসামা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। মা ও নবজাতকের সুস্থ্যতাই উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের কাম্য।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প.কর্মকর্তা আবু রেজা মো. মাহমুদুল হক বলেন, প্রতিটি নরমাল ডেলিভারির পিছনেই একটি গল্প থাকে। ধৈর্যের গল্প, আনন্দের কিংবা কষ্টের গল্প। সদ্যজাত শিশুর ফুলের মত নিষ্পাপ মুখ আর মায়ের হাসি দেখলে সব ক্লান্তি, সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। তিনি ধন্যবাদ জানান হাসপাতালের সকল চিকিৎসক, মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স সহ সকল স্টাফদের। ধন্যবাদ জানান খানসামার সকল জনগনকে। সকলের আন্তরিক প্রচেষ্টা, পরামর্শ ও সহযোগিতা এ কার্যক্রমকে আরও বেগবান করবে।
হাসপাতালের একজন মিডওয়াইফ এর অনুভূতি, যিনি সারারাত এই গর্ভবতী মা'দের জন্য কাজ করেছেন, তিনি বাচ্চাদের উদ্দেশ্যে বলেন,
"তোমরা এত কিউট যে, ফুলের মত না সাজিয়ে পারলামনা। তোমাদের মধ্যে একজন কিন্তু ৪ কেজি ওজন বিশিষ্ট, কতোই না কষ্ট হয়েছিলো তোমায় আলোর মুখ দেখাতে কিন্তু তোমার জীবনের প্রথম ১ মিনিটের স্বাভাবিক কান্নায়, আমরা যে কত খুশি হয়েছিলাম তা বলা বাহুল্য, এ যেনো এক অনাবিল প্রশান্তি।
একই ভাবে আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল বলেন সবার সম্মিলিত চেষ্টায় আজকের এই সাফল্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy