ডেস্কঃ
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান (৫০) মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাফিজুর রহমান মাগুড়ার শ্রীপুর উপজেলার বাসিন্দা। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে নমুনা দেন। এরপর গত শনিবার তাঁর করোনার রিপোর্টে পজিটিভ আসে। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন বিকেলে তাঁকে ঢাকার ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে, ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জানাজা শেষে হাফিজুরের লাশ তাঁর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে ফরিদপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম দাফন কাজে অংশ নেবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।