কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী আইডিইবি’র সদস্য এ কে এম মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার ফোরটিস হাসপাতালে সন্ধ্যায় মারা গেছেন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁকে সেখানে প্রেরণ করা হয়। কিন্তু আইসিইউতে নেওয়ার আগেই তিনি মারা যান বলে জানান ফোরটিসের সুপারেন্ডেন্ট ডা. রাসেল আহমেদ চৌধুরী । মৃত মিজানুর রহমান কুমিল্লা সিটি কর্পোরেশনের বজ্রপুর জানুমিয়া মসজিদ রোডের বাসিন্দা এবং গলিয়ারা (উঃ) ইউনিয়নের সূর্যনগরের প্রকৌশলী মরহুম আব্দুল গনির জ্যেষ্ঠপুত্র ।
কুমিল্লা জেলা প্রশাসন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসন রাত তাঁর দাফন সম্পন্ন করবে। জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক প্রচার সম্পাদক ছিলেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন।