চট্টগ্রাম ব্যুরো : এবার করোনায় মারা গেলেন চট্টগ্রামের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট কবির চোধুরী। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন বলেন, ‘চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আইনজীবী অ্যাডভোকেট কবির চৌধুরী করোনা লক্ষণ নিয়ে আগে থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তিনি করোনায় পজিটিভ হন। মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।’
অ্যাডভোকেট কবির চৌধুরী বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমেদ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন এক বিবৃতিতে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।