টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে সাধন চন্দ্র বর্মন (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর থানায় কর্মরত ছিলেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গত ১২ আগস্ট সাধন চন্দ্র বর্মনের করোনা ভাইরাস শনাক্ত হয়। ওই দিনই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি করা হয়। পরে ১৪ আগস্ট তাকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে তিনি মারা যান। তার মরদেহ ঢাকা থেকে গোপালপুর আনা হচ্ছে।
সাধন চন্দ্র বর্মনের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। তবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাড়ি করে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি। ঘাটাইলেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
জেলা পুলিশ সূত্র জানায়, এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৫১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাধন চন্দ্র বর্মন মৃত্যুবরণ করলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে ৪৪ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ১৭ জনই টাঙ্গাইল শহর ও আশেপাশের এলাকার। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২৪ জন। এদের মধ্যে এক হাজার ৭৭৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭০২ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy