আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ২২৫ জন। আক্রান্ত হয়েছেন ছয় লাখ ২৭ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে চার লাখ ২৮ হাজার ৯৭৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
করোনাভাইরাসের শীর্ষ সংক্রমণের দেশের তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। এদিন সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক ও তেলেঙ্গানায়। রাজ্যভিত্তিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট ও বিহারে।
মহারাষ্ট্রে সেখানে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছেন। ১২৫ জনের মৃত্যুতে রাজ্যে মোট প্রাণহানি ৮ হাজারের বেশি। করোনায় আক্রান্তে আর মৃত্যুতে মহরাষ্ট্রের পরই তামিল নাড়ুর অবস্থান। রাজ্যটিতে নতুন আক্রান্ত চার হাজার ৩৪৩ ও মৃত্যু ৫৭ জন।
এরপরই দিল্লির অবস্থান। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৩৭ জন। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারের বেশি। একদিনে ৬১ জনসহ মোট মৃতের সংখ্যা দুই ৮৬৪জন।
সংক্রমণ ঠেকাতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy