প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ৭:২৭ পি.এম
করোনায় মারা যাওয়া নারীর গোসল করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো ইউএনও
করোনায় মারা যাওয়া নারীর গোসল করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো ইউএনও
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের এক নারী শুক্রবার ৯ জুলাই দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনার ভয়ে আপনজনসহ স্বজনরাও লাশ ধরছেন না।
প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসছেন না। দীর্ঘ সময় ধরে লাশ পড়ে রয়েছে বাড়িতে। এমন সংবাদটি ভীষণভাবে নাড়া দেয় ইউএনও খালেদা খাতুন রেখা কে। শুক্রবার রাত ১০টার দিকে লাশের গোসল নিজেই করাতে উদ্যোগী হন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।
আগে কখনো লাশ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে শিখে নিয়েছেন ধর্মীয় নিয়মরীতি। তারপর ওই নারীর লাশের গোসল করান, ইউএনও কে সহযোগিতা করেন সেচ্ছাসেবী মাহাফুজা মিলি এবং শামীমা আক্তার।
লাশ গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং কাপনের কাপড় পরানো হয়। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার করোনায় মৃত নারীর লাশ গোসল করানোর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের স্ট্যাটাসে লিখেছেন ‘মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও খালেদা খাতুন রেখা। গর্ব করার মতো কাজ করেছেন। তার এই মহতি সেবার অবদানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের লোকজন। উপজেলা নির্বাহি অফিসার খালেদা খাতুন মুঠোফোনে জানান করোনায় মৃত ওই নারীর লাশ দীর্ঘক্ষণ বাড়িতে পড়ে থাকায় স্থানীয় ইউপি সদস্য রুবেল নিয়াজী সংবাদটি আমাকে জানানোর পর ওই মৃত নারীর লাশের গোসলের উদ্যোগী হই। তিনি আরো জানান ইতিমধ্যে মৃত নারীর স্বামী ও পরিবারের পক্ষ থেকে আমাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy