প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ১০:১৭ পি.এম
করোনায় রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকতার্র মৃত্যু
করোনায় রৌমারীর উপ-সহকারি কৃষি কর্মকতার্র মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম আজম। তিনি ১৯ জুলাই সোমবার করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ইউনিটে ভর্তি হন।
মৃত গোলাম আজমের স্ত্রী রাশেদা বেগম বলেন, তিনি করোনায় আক্রান্ত হবার পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ২৪জুলাই শনিবার সকালে মারা যান। মৃত গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি ইউনিয়নের মাদারের চর মাস্টার বাড়ি গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ব্লকে উপ-সহকারি কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।
এই বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল হক বলেন,করোনায় আক্রান্ত হয়ে উপ-সহকারি গোলাম আজম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এছাড়াও তিনি বলেন রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আপেল মাহমুদ বর্তমানে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy