করোনায় সীমান্ত ঘেষা বাসিন্দার মৃত্যু !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
কুড়িগ্রামের ফুলবাড়ীর সীমান্তঘেষা এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার(১৬ জূন)সকাল সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস এ তথ্য জানান।
Surjodoy.com
মৃত আবেদ আলী (৫২) উপজেলার সদর ইউনিয়নের নাখারজান এলাকার আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪১ এর পাশ থেকে প্রায় একশ গজ বাংলাদেশের অভ্যন্তরের আলী মুদ্দিনের ছেলে।
নিহতের ছেলে মমিন জানান, তিনি গত ০৫ জুন গুরুতর অসুস্থ হলে রমেক হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। সে দিনই তার করোনা পরীক্ষা করা হলে ফলাফলে পজেটিভ আসে। (১৬ জুন)সকালে তিনি মারা যান।
The Daily surjodoy
সীমান্তবাসী জানান, করোনা আক্রান্ত আবেদ আলীর বাড়ি নাখারজান সীমান্তের ৯৪১ নম্বর পিলার থেকে মাত্র একশ গজ বাংলাদেশের ভেতরে। আর তার শ্বশুরবাড়ী ৯৪১ নম্বর পিলার থেকে একশ গজ ভারতের ভেতরে নোম্যান্স লান্ডে ভারতের সাহেবগঞ্জ থানার সেওটি-২ গ্রামে। শ্বশুরবাড়ির লোকজন সব সময় আবেদ আলীর বাড়িতে যাতায়াত করে।
The Daily surjodoy
এ অবস্থায় ভারতীয়দের আসা-যাওয়া ঠেকাতে সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারীর বৃদ্ধির দাবি জানিয়েছেন সীমান্তবাসীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy