নাটোর প্রতিনিধি: নাটোর জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের এএসআই আব্দুল আলীম করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় তিন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।
নিহত আব্দুল আলীম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কারশালিকা এলাকার কফিল উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। বুধবার রামেক হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।
আজ বৃহস্পতিবার তাকে রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
করোনা উপসর্গ নিয়ে এএসআই আব্দুল আলীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আব্দুল আলীম ১৯৮৮ সালের ৫ অক্টোবর কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালের জানুয়ারি মাসে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy