ফরিদপুর প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে বরিশালের একটি আবাসিক হোটেলে তিনি মারা যান। মৃত আনোয়ার হোসেন পটুয়াখালীর গলাচিপা থানার ইছাদি গ্রামের মরহুম জালাল আহমেদের ছেলে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসীন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন ধরে করোনা উপসর্গ থাকায় মৃত ওই প্রকৌশলী হোমকোয়ারেন্টাইনে ছিলেন। গতকাল হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ভাঙ্গা থেকে তার গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে রাত কাটানোর জন্য তিনি বরিশালের একটি আবাসিক হোটেলে উঠেন। সেখানে ভোররাতে শ্বাস কষ্টে বেড়ে গেলে তার মৃত্যু হয়।
ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মো. রেজা মৃত ওই প্রকৌশলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ভাঙ্গায় এ পর্যন্ত করোনা উপসর্গে ৫ জন ও করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy