তৌহিদ আহমেদ রেজা: করোনাভাইরাসের চিকিৎসার নামে রাজধানীর রিজেন্ট হাসপাতাল এখন পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
করোনা চিকিৎসায় অনিয়মের অভিযোগে সোমবার বিকেলে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় একযোগে অভিযান চালানো হয়। অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য জানান।
তিনি বলেন, এখানে টেস্ট না করেই করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হতো। স্যাম্পল নিয়ে তা ফেলে দিয়ে ভুয়া রিপোর্ট দিতো হাসপাতালের সংশ্লিষ্টরা। রিপোর্টে নকল সিল ও স্বাক্ষর দেয়া হতো। এ ঘটনা আটজনকে আটক করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ যারা এ কর্মকাণ্ডের সংগে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সরোয়ার আলম বলেন, হাসপাতালটিতে বিনা পয়সায় কোভিড-১৯ টেস্ট করা কথা থাকলেও প্রতিটি রোগী কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে নেয়া হতো। এছাড়া তারা নির্ধারিত রোগীর বাইরেও নমুনা সংগ্রহ করে তাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করতো, যা একদমই নিয়ম বহির্ভূত। এখন পর্যন্ত তারা সরকারের কাছে প্রায় ১ কোটি টাকার মতো বিল জমা দিয়েছে।
অভিযানের সময় হাসপাতালের কোনো অনুমোদনই তারা দেখাতে পারেনি জানিয়ে তিনি আরো বলেন, এটা একটা ডায়াগনেষ্টিক ল্যাব ছিলো, যার মেয়ার ২০১৪ সালেই শেষ হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy