প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২১, ৯:৩৯ পি.এম
করোনা ঠেকাতে জয়পুরহাটে কঠোর অবস্থানে প্রশাসন

করোনা ঠেকাতে জয়পুরহাটে কঠোর অবস্থানে প্রশাসন
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
বৈশিক মহামারি করোনাভাইরাস(কোভিট-১৯)ঠেকাতে জয়পুরহাট সদর উপজেলাসহ পাঁচটি উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ-প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।
লকডাউন মানাতে জয়পুরহাট পৌরসহ শহর, আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবির কয়েকটি পয়েন্টে চেক পোষ্ট বসিয়েছে পুলিশ। শহরে ঢুকতে গেলেই পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসার মুখে। অতিপ্রয়োজন ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছেনা শহরে। পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীও।
জেলায় জরুরী সেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ওষুধ, কাঁচাবাজার ও খাবারের দোকান ছাড়া সকল দোকানপাট-মার্কেট।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy