করোনা থেকে মুক্তির জন্য সিলেটের মসজিদে মসজিদে কান্নার রোল
গরমে নাজেহাল অবস্থা সিলেটবাসীর, অন্যদিকে করোনা সংক্রমণের ঊর্ধগতি। দুইয়ের মিশেলে সিলেটের মানুষের জনজীবন যেন হয়ে উঠেছিল অতিষ্ঠ। কঠোর লকডাউনে নেই স্বাভাবিক চলাফেরার সুযোগ, তবুও সিলেটে থেমে নেই করোনায় মৃত্যু মিছিল।
সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে কোভিড-১৯ এ আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৭, যার মধ্যে শুধু সিলেট জেলাতেই মারা গেছেন ১৪ জন। এর আগেও একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন মানুষ। যৌথভাবে এটাই সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
অন্যদিকে, নতুন করে ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। যা চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। প্রথমবারের মত একদিনে শনাক্ত ৮০০ ছাড়ালো।
শুক্রবার তাই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বাদ জুম’য়া প্রতিটি মসজিদে ছিলো কান্নার রোল। জুমার নামায শেষে দীর্ঘ দোয়ায় প্রতিটি মসজিদে মহান রবের কাছে এই অতিমারী থেকে সিলেটকে রক্ষা করতে কান্নায় ভেঙে পরেন মুসল্লিরা। এ সময় বারবার মহামারি থেকে রক্ষা পাওয়ার দোয়া পড়া হয়।
দেশে চলমান কঠোর লকডাউন চলবে আগামী ৫ আগষ্ট তারিখ পর্যন্ত। তবে কোভিড নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় কমিটি করোনা ভয়াবহতা রোধে চলমান লকডাউন আরো বাড়ানোর সুপারিশ করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy