ডেস্ক: বিধিনিষেধের বালাই নেই। সবকিছুই যেন স্বাভাবিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় হাজার-হাজার সমর্থক আসলেন মাস্ক ছাড়া। ট্রাম্প আবার তাদের ‘কম-কম পরীক্ষার’ কথা জানালেন।
করোনা শনাক্তের পরীক্ষাকে ‘শাঁখের করাত’ আখ্যা দিয়ে ওকলাহোমায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘পরীক্ষা করাতে গেলে অনেক মানুষ দেখতে পাবেন, তাতে বেশি আক্রান্তও হবেন। তাই আমার লোকদের বলে দিয়েছি পরীক্ষা কমিয়ে দিতে।’
ট্রাম্পের দাবি, তার সরকার এখন পর্যন্ত ২৫ মিলিয়ন মানুষের পরীক্ষা করিয়েছে।
পরীক্ষা নিয়ে গত কয়েক দিন ধরে এমন মন্তব্য করতে থাকা ট্রাম্পের কথায় অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা একমত নন। মহামারী ঠেকাতে হলে একসঙ্গে বেশি মানুষের পরীক্ষা করানো উচিত। তাতে শনাক্ত রোগীদের দ্রুত আলাদা করা যায়। রক্ষা পান অন্যরা।
ট্রাম্প এবং তার অনুসারীরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করলেও আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৫৭৮ জন। মোট মৃত্যু ১ লাখ ২১ হাজার ৯৮০ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭২ হাজার ১৪১ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬৬ হাজার ৭১৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy