এউপলক্ষে বুধবার ৯ সেপ্টেম্বর করোনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তির প্রচলন ও তল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের শিক্ষা বৃত্তির প্রচলন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সদস্যদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা গত ৬ মাসে ১২০ টি মরদেহ দাফন ও সৎকার, ৯২ জনকে ফ্রি প্লাজমা ডোনেশন, ৭১ জনকে ফ্রি অক্সিজেন সার্পোট, ১৫ হাজার মানুষকে ফ্রি টেলিমেডিসিন সেবা, ১০ হাজার পরিবারকে সবজি বিতরণ, ৭ হাজার পরিবারকে ৩ দফা খাদ্য সামগ্রী উপহার, ভর্তূকী মূল্যে ১৫০০ মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী সরবরাহ, নামমাত্র মূল্যে ২৫ হাজার ডিম বিতরন ও ১০ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করেছি।
তিনি আরো বলেন, টাইম টু গিভ, নূরে সুফিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যেগে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের শিক্ষাথীদের লেখা পড়ার খরচ বহন করবে টিম খোরশেদ।আগামীতে করোনা ও মসজিদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর কর্মসংস্থানের জন্যও আমরা কাজ করবো ইনশাল্লাহ।আমাদের একমাত্র উদ্দেশ্যই হলো,দেশের এই ক্রান্তিলগ্নে সংকট থেকে উত্তরণের জন্য, সরকারের গৃহীত পদক্ষেপ গুলোর সাথে সহায় ভূমিকা রেখে দুস্হ জনগণের সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা এটা বাস্তবায়নে আমাদের টিম নিরলস ভাবে চেষ্টা চালিয়েছে।পরর্তীতে আমাদের অনুসরণ করে অনেক ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় এগিয়ে এসেছেন,যেটা নিঃসন্দেহে আমাদের বড় একটি সাফল্য।দেশ ও মানুষের কল্যাণে অবদানের পাশাপাশি মানুষের মাঝে মানবিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও অগ্রনী ভূমিকা রাখবে টিম খোরশেদ।কাউন্সিলর খোরশেদ করোনা যুদ্ধে টিম খোরশেদ এর পাশে থাকায় সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy