বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
Facebook Twitter Instagram share
বৈশিক মহামারি করোনাভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ,সাবান বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
Surjodoy.com
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার ১৩ টি ইউনিয়ন, ২ টি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের সকল আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন,জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
The Daily surjodoy
এসময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোহাম্মদ রফিক, পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আক্কেলপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,উপজেলা সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব।
The Daily surjodoy
জেলার আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার মোট ১৩ টি ইউনিয়ন,২ টি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের সকল আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ২ হাজার হ্যান্ড ওয়াশ, ৬ হাজার সাবান,
The Daily surjodoy
উন্নত মানের চার স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক তুলে দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আপনারা সঠিকভাবে জনসাধারণের মাঝে বিতরণ করবেন এবং পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার ইউনিয়ন,পৌরসভায় এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
The Daily surjodoy
তিনি আরও বলেন করোনাভাইরাস কারো বন্ধু নয়,এই করোনাভাইরাস এমন একটি ভাইরাস যা সুযোগ পেলেই আপনার বা আমার শরীরে প্রবেশ করবে তাই জীবন আপনার, পরিবার আপনার এবং সচেতনতাও আপনাদের উপর নির্ভর করবে।
The Daily surjodoy
পরিশেষে তিনি বলেন করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি সমূহ যথাযথভাবে মেনে চলার আহব্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy