প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ১০:২১ পি.এম
করোনা সংক্রমণ প্রতিরোধে জয়পুরহাট জেলা পুলিশের প্রচারণা
নিরেন দাস,জয়পুরহাটঃ-
আবারো করোনাভাইরাস-কোভিট-১৯ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জয়পুরহাট জেলা পুলিশ।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ আবারো বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়েছে। মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে করোনা প্রতিরোধে পৌর শহরের জিরো পয়েন্ট পাঁচুর থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড় জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়।
সোমবার (২২ মার্চ) বিকেলে শহরের জিরো পয়েন্টে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নবাগত পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা (পিপিএম-সেবা)।
পরে তিনি পুলিশ সদস্যদের সাথে নিয়ে চলমান বাস গুলো দাঁড়া করিয়ে বাসে থাকা সাধারণ মানুষ ও শহরের বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন নবাগত পুলিশ সুপার ।
জয়পুরহাট সদর থানার আয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মেস্তাক,অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম(অপরাধ ও প্রশাসন),সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহানসহ পুলিশ সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy