
করোনা সম্পর্কে সচেতনা বাড়াতে রাস্তায় নেমেছেন- মেয়র মোস্তাক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
গত কয়েকদিন ধরে জয়পুরহাটে করোনাভাইরাস (কোভিট-১৯) এর সংক্রমণ হঠাৎই যাওয়াই জেলা জুড়ে চলছে প্রশাসনের বিভিন্ন বিধিনিষেধসহ প্রচার প্রচারণা। এমনই পরিস্থিতে জীবনের ঝুঁকি নিয়েই জয়পুরহাট পৌর শহরে করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে রাস্তায় নেমেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
Surjodoy.com
সোমবার(০৭ এ জুন) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে বাস,মোটরসাইকেল,অটোরিকশা,রিকশা ভ্যানসহ চলাচলরত সকল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিধি না মানা ও যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের করোনার ভয়াবহতা বুঝিয়ে সচেতন করতে দেখা যায় মেয়র মোস্তাক কে।
The Daily surjodoy
জয়পুরহাট পৌরসভার দুইবারের নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক দৈনিক সূর্যোদয়কে বলেন,আমাদের জয়পুরহাট জেলাটি ভারত সীমান্ত ঘেঁষা জেলা হওয়াই এমনিতেই আমরা ঝুঁকির মধ্যে আছি। এরমধ্যে পৌর এলাকায় প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। তাই মাস্ক পরিধান না করে কেউ শহরে যেন না আসে। স্বাস্থ্যবিধি না মেনে পরিবহন থেকে শুরু করে বিপণিবিতানগুলোতে যে প্রবেশ যেন না করে।এজন্য সাধারন মানুষদের করোনার সম্পর্কে বুঝিয়ে সচেতন করার জন্য চেষ্টা করছি বলে জয়পুরহাট বাসীকে সচেতন হওয়ার আহব্বান জানান তিনি।
The Daily surjodoy
এসময় মেয়র মোস্তাকের সাথে উপস্থিত ছিলেন,পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান বাবু, মামুনুর রশীদ মামুন, সেলিমুর রহমান বাবুল,শাহেদুল আহসান সোহেল, নূরে আলম সিদ্দিক,ওলিউজ্জামান বাপ্পি,হায়দার আলী পলাশ, জাকির হোসেন,সংক্ষরিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ঝর্না,পাপিয়া, মুনুুজান বেগমসহ পৌরসভার বিভিন্ন পর্যারের কর্মকর্তা-কর্মচারীগণরা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply