জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
সিলেটে একদিনে ৫ গুণের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) মাত্র ৩ জনের করোনা শনাক্ত হয়। তবে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এখন পর্যন্ত বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২.৫৫ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ২.৪০ শতাংশ, সুনামগঞ্জে শূন্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে ৪.৫৫ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১১ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি ৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৭২৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪২ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৩৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৪৪০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৫৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮০৮ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২৭৩ জন সুস্থ হয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy