নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
আজ ২৬ডিসেম্বর(রবিবার) সারাদেশে চলমান চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহনের দিন।
নির্বাচনে ভোট গ্রহণের মাত্র দুই ঘণ্টা আগে মারা গেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনির তালুকদার নামে এক মেম্বার পদপ্রার্থী।
রবিবার ভোর ৬টায় নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
তিনি শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মনির তালুকদারের ছেলে আরাফাত তালুকদার জানান, নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে দিন-রাত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন তার বাবা।
ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালালেও হঠাৎ ভোট গ্রহণের আগেই তিনি মারা যান। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে ওই পদে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোনো বাধা নেই।
ইউপি নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে কোনো প্রার্থীর মৃত্যুর পর দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থাকলে ভোট গ্রহণে আইনত বাধা থাকে না। যদি ওই প্রার্থী নির্বাচিত হন তাহলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।