হাবিবুর রহমান হবি, যশোর -
কর্মবিরতি শুরু করেছেন যশোর কালেক্টরেট কর্মচারীরাপদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে সারাদেশে
আন্দোলন করছে কালেক্টরেট সহকারী সমিতি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আজ (রোববার) থেকে আগামী ৩০
নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন যশোর জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীরাও। যশোরের প্রায় চারশ’
কর্মচারী এ আন্দোলনের সাথে রয়েছেন বলে সংগঠন সূত্রে জানাগেছে।
সকালে যশোর কালেক্টরেটে যেয়ে দেখা যায়, কর্মচারীরা কাজ ফেলে দাবি আদায়ের আন্দোলনে যুক্ত হয়েছেন। কালেক্টরেট
সহকারী সমিতির আওতায় রয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী
কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা। কর্মবিরতী চলাকালীন সহকারী কমিশনার (ভূমি)
কার্যালয়ে সাধারণ জনগণ উপস্থিত থাকলেও তাদের কোন প্র্রকার নাগরীক সেবা প্রদান করা হয়নি।
সংগঠনের নেতারা বলেন, পদ পরিবর্তন ও বেতন নিয়ে দীর্ঘদিন থেকে তার দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের দাবি
অনুয়ায়ী কোনো সমস্যার সমাধান হয়নি। যার ফলে একাধিকবার অনেক কর্মসূচিও পালন করেছেন সংগঠনের সদস্যরা।
বাধ্য হয়ে দাবি আদায়ের জন্যে তারা কঠোর এ আন্দোলন শুরু করেছেন। প্রাথমিকভাবে কর্মবিরতির কর্মসূচি চলবে
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে
মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
যশোরে কর্মবিরতি চলাকালীন সমাবেশে বক্তৃতা করেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ফিরোজ আহমেদ,
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি এসএম আতিয়ার রহমান এবং প্রবীর কুমার সরদার। সমাবেশ পরিচালনা
করেন সংগঠনের সভাপতি শেখ জালাল উদ্দিন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy