প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২১, ৬:২৬ পি.এম
কর্মহীন ছয় হাজার শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিরেন দাস,জয়পুরহাটঃ-
বৈশিক মহামারি করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের ফলে মহামারির এই সংকটময় সময়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটে প্রায় ছয় হাজার কর্মহীন অসহায় ও দুস্থ মটর শ্রমিকদের মাঝে চাল, সেমাই, চিনি, নগদ অর্থসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেছে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
শনিবার (৮ এ মে) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের হলরুমে জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী,জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি
জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকতসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের আরো অন্যান্য নেতৃবৃন্দরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy