আলী আজগর পনির, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
কলমাকান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) শুক্রবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নয়নকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১৯,০০,০০০/- টাকা মূল্যমানের ০১টি তক্ষকসহ ০৬ জন আসামী আটক করেছে।
আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার ভালুকা থানার মোরাডোবা গ্রামের মাহাবুব আলমের ছেলে দেলোয়ার হোসেন (৩২), নরসিংদী জেলার পলাশ থানার হাসনহাটা গ্রামের আকবর হোসেনের ছেলে মোঃ সুমন (৩৩), শিলমান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে মোঃ হৃদয় (২১), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঁঠাল রাজাবাড়ী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ সোহেল (৩৫), নেত্রকোণা জেলার কমলাকান্দা থানার উড়াখাল গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৫), শাহজাহান আলীর ছেলে মোঃ ইমরান (২১)।
এসময় তাদের তল্লাশী করে তাদের নিকট হতে ১৬ ইঞ্চি লম্বা ও ২৬০ গ্রাম ওজনের ১টি তক্ষক ও ০২টি মোটর সাইকেল জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ) টাকা। জব্দকৃত তক্ষক, মোটর সাইকেল ও আটককৃত আসামীদেরকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy