প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২০, ৮:০৭ পি.এম
কলাপাড়ায় এক কিলোর কম কাচা রাস্তা থাকার কারণে ভোগান্তিতে শতে শতে মানুষ
মোঃ শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে কুয়েত মসজিদ থেকে কলাপাড়া যাওয়ার পথে এক কিলোমিটারের কম কাঁচা রাস্তার মাঝপথে সাংবাদিক মোঃ শহিদুল ইসলামের বাসার পাশে নির্মিত কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয় বছর পাঁচেক আগে। কালভার্টটির অর্ধেকেরও বেশি অংশ ভেঙে পড়ে আছে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ কালভার্টটি পুননির্মাণ করা হয়নি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে কালভার্টটির উপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ পারাপার হচ্ছে শতে শতে মানুষ। এলাকাবাসী জানান রাস্তাটি একদিকে কাঁচা বৃষ্টির সৃজনী পানিতে তলিয়ে হাটু পর্যন্ত কাদা হয়ে যায় এরমধ্যে মাছ পথে একটি কালভার্ট তা আবার ভাঙ্গা। আমাদের চারপাশের রাস্তা পাকা থাকা সত্ত্বেও আমাদের মাঝপথে এক কিলোর কম রাস্তা কাঁচা থাকার কারণে বৃষ্টির সিজনে আমাদের হয় চরম ভোগান্তি। কলাপাড়ায় আসা-যাওয়ার একমাত্র রাস্তা ছেলে মেয়েদের স্কুল কলেজ মাদ্রাসায় হাটু পর্যন্ত কাদা পানির ভিতর দিয়ে যেতে হয়। সারাদিন স্কুলে ভেজা কাপড়ে থাকতে হয়। আমাদের এতো দুর্ভোগ থাকলেও এই রাস্তাটুকু দেখার মত কেউ নেই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy