মো. মাসুদ রানা তালুকদার:
পটুয়াখালীর কলাপড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় দেশের নামকরা এবং বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে শুক্রবার বিকালে বর্নাঢ্য আয়োজনে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইটবাড়িয়া একাদশ এবং স্বেচ্ছাসেবক দল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দীর্ঘ ৯০ মিনিটের দুর্দান্ত খেলায় কোন দল গোল করতে পারিনি। পরে ট্রাইবেকারে স্বেচ্ছাসেবক দল একাদশ ইটবাড়িয়া একাদশকে হারিয়ে ৪-২ গোলে বিজয়ী হয়। এই বিশেষ খেলার আয়োজনে বিদেশী খেলোয়ার এবং মনোমুগ্ধকর এ খেলা দেখতে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভীড় করে হাজার হাজার ক্রীড়া মোদী দর্শকরা। শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কিমিটির প্রশিক্ষন বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এসময় উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন তরুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত রাখতে এবং মাদক থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy