মো. মাসুদ রানা তালুকদার:
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় সোসাইটি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী হুমায়ুন সিকদার সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মোঃ ফারুক সভাপতি ও মোঃ তারেক আনাম সুমন সাংগঠনিক সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি, মোঃ আব্বাস আলী উপজেলা সমবায় কর্মকর্তা কলাপাড়া, গাজী মোঃ কামরুল ইসলাম তরুণ উপদেষ্টা কলাপাড়া পৌর বিএনপি।
ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বাস শফিকুর রহমান টুলু, সঞ্চালনা করেন নাসির উদ্দিন আহমেদ রতন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হারুন-অর-রশিদ।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজী হুমায়ুন সিকদার, গাজী মো. ফারুক, মোঃ আব্বাস আলী, গাজী মো. কামরুল ইসলাম তরুণ, মোঃ তারেক আনাম সুমন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্যে বক্তারা প্রথমেই সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের সকল সদস্যদের ধন্যবাদ জানান। সাথে সাথে ধন্যবাদ জানান বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে। বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানকে বিগত কমিটিগুলো দিনে দিনে লুটপাট করেছে। নতুন কমিটিকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনাদের সকল ভালো কাজে আমাদের রাজনৈতিক ও ব্যক্তি সমর্থন থাকবে, ভুলেও এই প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কাজ করলে ছাড় দেওয়া হবে না কাউকে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলাপাড়া পৌর শহরের রহমতপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ খালেক আনসারী।
উল্লেখ্য যে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈধ প্রক্রিয়ায় খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয় বিশ্বাস শফিকুর রহমান টুলু ও সদস্য নির্বাচিত হয় মোঃ হারুন অর রশিদ ও নাসির উদ্দিন আহমেদ রতন।
Leave a Reply