প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২১, ৭:৩৫ পি.এম
কলাপাড়ার ছাত্রলীগের কব্জি কর্তনে প্রাধান অসামি অস্ত্রসহ গ্রেফতার
কলাপাড়ার ছাত্রলীগের কব্জি কর্তনে প্রাধান অসামি অস্ত্রসহ গ্রেফতার
রানা,পটুয়াখালীঃঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার
২৯/৮/২০১৯ তারিখ তেগাছিয়া বাজারে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম(২৫) পিতা মোঃ নাসির মাতুব্বর, গ্রাম- সাফাখালি, মিঠাগঞ্জ ইউপি, থানা কলাপাড়া জেলা পটুয়াখালী কে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করিয়া তার ডান হাতের কব্জির উপর পর্যন্ত কেটে নেওয়ার ঘটনায় পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়ের সরাসরি দিক নির্দেশানায় কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান দ্বয়ের সফল অভিযানের মধ্য দিয়ে মামলার এজাহার নামীয় আসামী মাে: রুবেল সিকদার(৩২) পিতা-মৃত -ছালাম সিকদার, সাং- আরামগঞ্জ, এ/পি-কোম্পানি পাড়া, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালীকে গত ৩০.০৭.২০২১ খ্রিঃ ১৬.৫০ ঘটিকায় আমতলী থানধীন পুজাখোলা গ্রাম থেকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে বর্নিত মামলার ঘটনার বিষয় অতিরিক্ত পুলিশ সুপার, কলাপাড়া সার্কেল, অফিসার ইনচার্জ কলাপাড়া থানা, ডিবি পটুয়াখালীর একটি চৌকস দল সহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক জিজ্ঞাসাবাদের এক পর্যায় আসামী রুবেল স্বীকার করে যে, বর্ণিত মামলার ঘটনায় সময় ব্যবহৃত দেশীয় তৈরী অস্ত্র -সন্ত্র কলাপাড়া থানাধীন মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া সাকিনস্থ রাফসান মৎস খামারের উত্তর পশ্চিম কোনে তৈরী আধাপাকা মৎস খামারের টং ঘরের সামনে ঘেরে পানির মধ্যে রাখা আছে । কলাপাড়া থানা ও ডিবি পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ধৃত আসামী রুবেল সিকদারকেসহ ৩১/০৭/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ০১.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামী রুবেলে এর দেখানো মতে মাছের ঘেরের পানির মধ্যে তল্লাশি করিয়া দেশীয় তিনটি পুরাতন ছোড়া ও একটি চাপাতি ( ০১। একটি লােহার তৈরী কাঠের বাট যুক্ত পুরাতন ছােড়া । যাহা কাঠের বাট সহ লম্বা ২৫.৫০ ইঞ্চি , ধারালাে অংশ ১৯ ইঞ্চি , ০২। একটি লােহার তৈরী কাঠের বাট যুক্ত পুরাতন ছােড়া । যাহা কাঠের বাটসহ লম্বা ২৩.৫০ ইঞ্চি । ধারালাে অংশ লম্বা ১৮ ইঞ্চি , ০৩। একটি লােহার তৈরী লােহার হাতল যুক্ত ছােড়া । যাহা লােহার হাতলসহ লম্বা ২৭ ইঞ্চি । ধারালাে অংশ লম্বা ২০ ইঞ্চি এবং ০৪। একটি লােহার তৈরী পুরাতন চাপাতি । যাহা লম্বা ১২.৫০ ইঞ্চি।) উদ্ধার পুর্বক একই তারিখ ০২.০০ ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করে থানায় এসে এজাহার দায়ের করেন এবং এ সংক্রান্তে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি পৃথক মামলা রুজু করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy