প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২০, ৭:৫৫ পি.এম
কলাপাড়ায় গাছ থেকে পড়ে নিহত-১

ফখরুল আলম, কলাপাড়া প্রতিনিধি:
কলাপাড়ার মহিপুরে গাছ থেকে পড়ে আব্দুল হামেদ (৭৫) এক বৃদ্ধ মারা গেছে। বুধবার দুপুরে মহিপুরের ওয়াপদা কলোনী এলাকায় এ ঘটনা ঘটেছে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, নিজ বাড়ির সামনে রেইনট্রি গাছে ডাল কাটার জন্য ওঠে। ডাল কাটার এক পর্যায় অসতর্কতা বশতঃ প্রায় ৩০ ফিট উপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে তিঁনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy