কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি :-
ঢাকা থেকে পায়রা বন্দর ও খেপুপাড়া নৌ রুটে নিয়মিত দো-তলা লঞ্চ চালু করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় গত ৫ সেপ্টেম্বর মানববন্ধন ও সমাবেশ করেছে কলাপাড়ার ব্যবসায়ীসহ সর্বস্তরের সাধারন মানুষ।
গত ৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় কলাপাড়া লঞ্চঘাটের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। একটি লঞ্চ কোম্পানী খেপুপাড়া টু ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়ে মেরিন আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ প্রায় একযুগ পর চালু হওয়া ঢাকার সাথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
কলাপাড়ার আন্ধারমানিক নৌ পথে কলাপাড়া থেকে পটুয়াখালী, বরিশাল ও ঢাকা রুটে দেশ স্বাধীনের আগ থেকে স্টিমার ও লঞ্চ চলাচল করতো। এ লঞ্চ চলাচল চালু থাকাকালীন কলাপাড়ার ১২টি ইউনিয়নসহ পাশ্ববর্তী রাঙ্গাবালী ও তালতলী উপজেলার মানুষ চলাচল করতো।
বর্তমানে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় পায়রা তাপবিদ্যুত ও পায়রা সমুদ্র বন্দরে আসা কয়েক হাজার শ্রমিক ও কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
কলাপাড়া-ঢাকা নৌ রুটে দো-তলা লঞ্চ চালুর দাবী করে প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কলাপাড়ার ব্যাবসায়ী ও সাধারণ জনগণ