রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক এক কলেজছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে থানায় মামলা হয়েছে।
ওই কলেজছাত্রীর ভাই বাদী হয়ে আবদুর রাজ্জাক ও তার বাবা ছলিমুদ্দিনসহ তিনজনকে আসামি করে মোহনপুর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার পর মোহনপুর থানা পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে রাজ্জাকের বাবা ছলিমুদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ছাত্রলীগ নেতা ও ফুলশো গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক একই উপজেলার গোছা গ্রামের এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে (২০) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৬ আগস্ট সকাল ৭টার দিকে রাজ্জাক অন্য আসামিদের সহযোগিতায় ওই কলেজেছাত্রীকে অপরণ করে নিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ওসি বলেন, মামলার আসামি ছলিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। কলেজছাত্রীকে উদ্ধারে চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy