তানভীর আহমেদ, নারায়ণগঞ্জ,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ‘করোনা হিরো’ খ্যাত মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেছেন এক নারী।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালে এ মামলা করেন সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি। শুনানি শেষে বিচারক তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
এর আগে এ নারী নিজেকে খোরশেদের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছিলেন। শিউলীর ওই মামলায় খোরশেদ কয়েক দিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান। এর পরই বুধবার ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করলেন।
জানা গেছে, শিউলী এর আগেও তিনটি বিয়ে করেছেন। কাউন্সিলর খোরশেদকেও তিনি স্বামী দাবি করেন। তবে এর সপক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কাউন্সিলর খোরশেদ দাবি করেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। এগুলো তারই বহিঃপ্রকাশ। তিনি আইনিভাবেই মামলা মোকাবিলা করার কথা জানান।
আর শিউলী বলেন, তিনি খোরশেদের বিবাহিত স্ত্রী। গত বছরের আগস্টে খোরশেদ নিজেই কাজী নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তবে বিয়ের বিষয়টি জানাজানি হলে খোরশেদ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।