কাজ শেষ হওয়ার আগেই ব্রিজে ফাটল !
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
হরিপুর-চিলমারী তিস্তা সেতুর সংযোগ সড়কের কাজ শেষ হওয়ার আগেই বক্স কালভাটে ফাটল দেখা দিয়েছে। কাজের শুরু থেকেই কালভার্ট ও ব্রিজ নির্মাণে দুর্নীতির আশ্রয় নিলেও কর্তৃপক্ষের নীরব ভূমিকা হতাশ করে এলাকাবাসীকে। জানা গেছে, উত্তরাঞ্চলের মানুষের দুঃখ কষ্ট দূর করতে ১৪৯০ মিটার দৈর্ঘ্যের ব্রিজের সংযোগ রাস্তায় চিলমারী অংশে একটি প্যাকেজে ৬টি বক্স কালভার্ট নির্মাণ করে এলজিইডি।
Surjodoy.com
তবে কালভার্টগুলো তৈরির সময় কোনো নিয়মনীতি না মেনে তড়িঘড়ি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করলেও অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করেন কর্তৃপক্ষ। ফলে সংযোগ সড়কের কাজ শেষ হওয়ার আগেই সরকার পাড়া আ. সাত্তার আলীর বাড়ির পাশে কালভার্টটিতে ফাটল ধরেছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী জানান, যখন এই ব্রিজ (কালভার্ট) নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের আশ্রয় নেন কর্তৃপক্ষ।
The Daily surjodoy
এ সময় এলাকবাসী বাধা প্রদান করলে ক্ষমতার দাপট, পুলিশের ভয় দেখিয়ে তাদের থামিয়ে দেন। বিষয়টি প্রশাসনকে জানানো হলে নির্বাহী অফিসার সরজমিন পরিদর্শন করে নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।
The Daily surjodoy
কিন্তু নির্দেশ উপেক্ষা করে ক্ষমতার জোরেই অনিয়মের মধ্য দিয়ে কাজ শেষ করেন কর্তৃপক্ষ। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী
রফিকুল ইসলাম বলেন, উপরের অংশে যে ফাটলটি দেখা দিয়েছে তাতে কোনো সমস্যা হবে না। দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হবে।
Leave a Reply