প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২১, ১১:৪১ পি.এম
কাথরিয়া বাগমারায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন:শাহাজাহান চৌধুরী

আফনান চৌধুরী, বাঁশখালী,চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা অলিশাহ মার্কেট থেকে ধোপা পাড়া পর্যন্ত সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে তিনি এ উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী, চট্টগ্রাম জজকোর্টের শিক্ষানবীস আইনজীবী মিজানুর রহমান, মেম্বার এরশাদ, আমিনুল ইসলাম, পংকজ দত্ত, জামাল আহমদ, ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, 'দীর্ঘদিন ধরে অবহেলিত বাগমারাবাসীর জোরালো দাবির মুখে আমার নিজস্ব অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কার করে দিচ্ছি। এই সড়কের কাজ শেষ হলে সড়কের সাথে সংযুক্ত সড়কগুলোও দ্রুতসময়ে পাকা করে দেয়া হবে। পাশাপাশি এই সড়কে বর্ষা মৌসুমে পানি চলাচলের জন্য একটি কালভার্টও নির্মাণ করে দেয়া হবে।'
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy