
কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
কাপ্তাই থানা পুলিশের অভিযানে বন মামলার সিআর সাজা ১৩/১৯ (দঃ) এর ০২ (দুই) বছর এর সাজা প্রাপ্ত ১ জন আসামীকে গতকাল (সোমবার) সন্ধ্যায় আটক করা হয়েছে। আটককৃত আসামীর নাম রনি লাল ঘোষ, পিতা-মতিলাল ঘোষ। সে কাপ্তাইের শিলছড়ি এলাকার বাসিন্দা।
কাপ্তাই থানা ওসি মোঃ নাসির উদ্দীন জানান, থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার , এএসআই আজাদ হোসেন, এএসআই জাহেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানাধীন শিলছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বন সিআর সাজা ১৩/১৯ (দঃ) এর ০২ (দুই) বছর এর সাজা প্রাপ্ত আসামী রনি লাল ঘোষকে আটক করা হয়। এবং আটককৃত আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply