প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২১, ৫:৩৪ পি.এম
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন আটক

কাপ্তাই (রাঙ্গামাটি) ঃ
কাপ্তাই থানা পুলিশের অভিযানে বুধবার (৩ ফেব্রুয়ারী) কাপ্তাই ইউপিস্থ মোনাফের টিলায় ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মমতাজ বেগম (৪০) ও ফাতেমা বেগম নামের দুইজন মহিলাকে আটক করা হয়েছে এবং একই দিন রাত ৮টায় কাপ্তাই নতুন বাজার সংলগ্ন এলাকায় ৫ পিচ ইয়াবা সহ মোঃ ইকবাল হোসেন মনা নামে একজনকে আটক করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, থানার এসআই ফারুক আহমেদ পাটওয়ারী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় কাপ্তাই ইউপি এলাকার মোনাফের টিলা থেকে ১১ পিচ ইয়াবাসহ মমতাজ বেগম এবং ফাতেমা বেগম নামে ২ জন মহিলা এবং একই দিনে রাত ৮টায় কাপ্তাই থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় কাপ্তাই থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার পরিচালনাকালে নতুন বাজার সংলগ্ন ৫ পিচ ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন মনা নামে তাকে আটক করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy