চট্টগ্রাম ব্যুরো :
রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোট ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- পুষ্পারাণী (৬৫) ও চান্দ্ররানী (৫০)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ডিসি বাংলো সংলগ্ন কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
তারা হলেন-নমিতা বর্মণ (৫০), মিনারাণী দেয় (৪৫) ও সচিন্দ্র নাথ বর্মণ (৪০)। আহতরা বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী পঞ্চন্ন বর্মণ বলেন, জয়পুরহাট জেলার রতণপুর গ্রাম থেকে র্তীথস্থান পরিদর্শন করার জন্য ৫৬জন পুণ্যার্থী নারী-পুরুষ রাঙামাটি আসেন। রাঙামাটির বিভিন্ন মন্দির পরিদর্শনের পর শহরের উন্নয়ন বোটঘাট থেকে এটি ইঞ্জিন চালিত বোটে কাপ্তাই হ্রদ ভ্রমণ করতে বের হন তারা।
সন্ধ্যায় রাঙামাটি পর্যটন কেন্দ্র ঘুরে ফিরে আসার সময় পুণ্যার্থীদের বোটটি ডিসি বাংলো এলাকায় ভেসে উঠা শত বছরের পুরনো গাছের গুড়িতে ধাক্কা লেগে উল্টে যায়। পুণ্যার্থীরাও কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পুণ্যার্থীদের উদ্ধারে ছুটে যান স্থানীয়রা। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, কাপ্তাই হ্রদে দুর্ঘটনা কবলিত বোটের ৫ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাদের মধ্যে পুষ্পারাণী ও চন্দ্রারানী মৃত ছিলেন। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি তিনজনের অবস্থা এখনো আশঙ্কা মুক্ত নয়। তবে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এটি একটি অনাকাঙিক্ষত ঘটনা। জয়পুর হাট থেকে র্তীথস্থান ঘুরতে এসে এমন দুর্ঘটনার কবলে পড়েন তারা। মৃত ও আহতরা ছাড়া বাকিরা সুস্থ আছেন। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়ছে। তাছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা নয়ন জানান, মৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তাদের সাথে যারা এসেছেন তাদের মাধ্যমে জয়পুরহাটে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy