প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২১, ১:১৪ এ.এম
কাপ্তাই হ্রদে মাছ ধরা যাবেনা আরও ১০দিন
রফিক তালুকদার, চট্টগ্রাম থেকে
এর আগে প্রথম দফায় ৩১ জুলাই থেকে ১০ আগষ্ট এবং দ্বিতীয় দফায় ২০ আগষ্ট পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল কাপ্তাই হ্রদে।
সর্বশেষ তৃতীয় দফায় বাড়ানো হল এ নিষেধাজ্ঞা, যা বলবৎ থাকবে আগামী ৩১আগষ্ট পর্যন্ত।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙামাটির ব্যবস্হাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমের সময়কাল পরিবর্তন হওয়ায় কাপ্তাই হ্রদে মাছের প্রজনন মৌসুমে পানির পরিমাণ কম। হ্রদে পানি কম থাকায় মাছ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে হ্রদের বেশিরভাগ পোনা মাছ জেলেদের জালে ধরা পড়লে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন কমে যাওয়ার আশংকায় ফের বর্ধিত করা হয়েছে এ নিষেধাজ্ঞা।
১৯ আগষ্ট বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশে মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য অধিদপ্তর মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নৌ-পুলিশ, মৎস্য ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, মহালছড়ি উপকেন্দ্র প্রধান নাসরুল্লাহ আহমেদ জানান, কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy