গ্যালারিতে বসেই অনেক ক্রিকেটারের চেয়েও জনপ্রিয় এসব ‘আইপিএল গার্ল’
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
গ্যালারিতে বসেই অনেক ক্রিকেটারের চেয়েও জনপ্রিয় এসব ‘আইপিএল গার্ল’
আইপিএল মানেই চার-ছক্কার খেলা হয়। ক্রিকেট ছাড়াও এই আয়োজনে থাকে বিনোদনের নানা মাধ্যম। বিভিন্ন অদ্ভুত কাণ্ড ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে, অনেকে হুট করেই হয়ে যান ভাইরাল!
অনেক তরুণীই আছেন, যারা আইপিএলে দর্শক আসনে বসে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন। দেখে নেওয়া যাক জনপ্রিয়তায় বিরাট কোহলী, মহেন্দ্র সিংহ ধোনিদের চ্যালেঞ্জ দেওয়া ‘আইপিএল গার্ল’দের।
কাব্য মারান
২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একটি খেলায় সানরাইজার্স হায়দরাবাদকে সমর্থন করতে প্রথম দেখা গিয়েছিল তাকে। এর পরই তাকে নিয়ে দানা বাঁধে নানা রহস্য। পরে জানা যায়, সানরাইজার্স হায়দরাবাদের সিইও তিনি।
কাব্য মারান। ছবি: সংগৃহীত
কাব্য মারান। ছবি: সংগৃহীত
সান টিভি, রেডিও চ্যানেল এবং সান মিউজিকেরও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কাব্য। সম্প্রতি আইপিএল নিলামের সময়ও ক্যামেরা তার উপর যেন থমকে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কম আলোচনা হয়নি।
অদিতি হুন্ডিয়া
অদিতি পেশায় একজন মডেল। ২০১৭ সালে তিনি ‘মিস ইন্ডিয়া রাজস্থান’ হয়েছিলেন। ধোনি এবং কোহলীর ভক্ত অদিতি। তবে মুম্বাই ইন্ডিয়ানস-এর জন্যও গলা ফাটাতে দেখা গেছে তাকে।
অদিতি হুন্ডিয়া। ছবি: সংগৃহীত
অদিতি হুন্ডিয়া। ছবি: সংগৃহীত
২০১৯-এর আইপিএল ম্যাচ চলছে। মাঠে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস। টানটান সেই খেলা থেকে ক্যামেরা সরে যায় গ্যালারি থেকে গলা ফাটিয়ে চিৎকার করা এক তরুণীর দিকে। পরে তার পরিচয় জানা যায়। ঘণ্টাখানেকের মধ্যেই তার ইনস্টাগ্রামে অনুগামীদের সংখ্যা ১ লাখ অতিক্রম করে যায়।
মালতি চাহার
২০১৮ সাল; অত্যন্ত চিন্তিত মুখে দর্শকের আসনে বসে থাকতে দেখা যায় এই তরুণীকে। আর তাই, অনেকের কাছেই তিনি ‘রহস্যময় তরুণী’। মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচে সুন্দরী এই তরুণী বার বার ক্যামেরাবন্দি হয়েছিলেন সেদিন।
মালতি চাহার। ছবি: সংগৃহীত
মালতি চাহার। ছবি: সংগৃহীত
পরে জানা যায়, তিনি চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহরের বোন। ভাইকে সমর্থন করতেই ওই দিন মাঠে হাজির ছিলেন। তার নাম মালতি চাহার। মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত মালতি।
নবনীতা গৌতম
রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর মাসাজ থেরাপিস্ট তিনি। কানাডার নাগরিক নবনীতা টরন্টো ন্যাশনালের সঙ্গেই এত দিন কাজ করতেন। ক্রিকেটের প্রতি প্রেম থেকেই বরাবর ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন।
সেই সূত্রেই ২০১৭ সালে তিনি ভারতে চলে আসেন এবং ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হয়ে যান। আইপিএল-এ সাপোর্ট স্টাফ হিসাবে নারীদের সংখ্যা খুবই কম। সে কারণে প্রথম থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন তিনি।
নবনীতা গৌতম ও রিয়ানা লালবানী। ছবি: সংগৃহীত
নবনীতা গৌতম ও রিয়ানা লালবানী। ছবি: সংগৃহীত
রিয়ানা লালবানী
২০২০ সালে কিংস ইলেভেন পঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে প্রথম নজরে পড়েন। ইন্টারনেটে প্রচুর পরিমাণে তার নাম সার্চ হতে শুরু হয় তার পর থেকেই। তিনি আদতে দুবাইয়ে থাকেন। নিজেকে ‘সুপার ওভার গার্ল’ বলতে পছন্দ করেন। তার ইনস্টাগ্রাম পাতাতেও নিজেকে নিয়ে এটিই লিখে রেখেছেন তিনি।