সিরাজগঞ্জের কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ চার ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
রবিবার ভোর রাতে উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার জামতৈল গ্রামের রাসেল ইসলাম (২০), মোহাম্মদ আলী (১৯), ইমরান হোসেন (১৯), ফেরদৌস (১৮)। এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি অমরেশ কুমার বালা বাদী হয়ে রবিবার রাতে কামারখন্দ থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, রাসেল, মোহাম্মদ আলী, ইমরান ও ফেরদৌস সহ আরো কয়েকজন ডাকাত গত রবিবার ভোর রাতে ঝাঐল ওভারব্রীজ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সহ অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-১২ এর সদস্যরা। এসময় ২টি ছুরি, একটি চাপাতি, একটি ড্রেগার, একটি রেঞ্জ, একটি প্লাস ও ২টি লম্বা লোহার রড সহ ও চার ডাকাতকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতারের ঘটনায় র্যাব-১২ এর ডিএডি অমরেশ কুমার বালার এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত ।