কারণ দর্শানোর নোটিশের জবাবে কুড়িগ্রাম সদর উপজেলাধীন হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ নাসির কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এটিএম আকতার হোসেন চিনু ও সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মজনুর বিরুদ্ধে পাল্টা গুরুতর অভিযোগ করেছেন।
জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২১ তারিখে কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ ডাকযোগে হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ নাসির এর নিকট পাঠানো হয় এবং নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তার বিরুদ্ধে সংগঠনের শৃংখলা ও স্বার্থপরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তার ব্যাখ্যাসহ লিখিত জবাব চাওয়া হয়।
এছাড়াও নোটিশে এম এ নাসিরের বিরুদ্ধে উপজেলা নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমুলক আচরণ করা, কুরুচিপুর্ণ মন্তব্য করা, আদেশ-নির্দেশ অমান্য করাসহ গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকারও অভিযোগ আনা হয়।
অভিযুক্ত এমএ নাসির তার লিখিত জবাবে বলেন, আমার নেতৃত্বে হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগ অত্র ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান উমর ফারুকের দুর্নীতি, লুটপাট ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলায় এবং আত্মসাতকৃত ১৩ বস্তা ভিজিএফ এর চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশে দেয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এটিএম আকতার হোসেন চিনু আমার উপর ক্ষুব্দ হন। তিনি আমাকে তার বাসায় ডেকে নিয়ে চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে বলেন ওমর চেয়ারম্যানের বিরুদ্ধে লাগতে গেলে তোমার পদ পদবী থাকবে না। আমি তার(চিনু) এই অনৈতিক, অসামাজিক ও সংগঠনের আদর্শ পরিপন্থী নির্দেশ অমান্য করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিনু সাহেব বিএনপি দলীয় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করায়। এ ব্যাপারে সদর থানায় একটি লিখিত অভিযোগ করি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান উমর ফারুকের দুর্নীতি ও লুটপাটের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এটিএম আকতার হোসেন চিনুসহ স্হানীয় কিছু আওয়ামী লীগ নেতার যোগসাজস রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মজনু সম্পর্কে এম এ নাসির বলেন, মজনু সাহেব স্বপ্রণোদিত হয়ে তার ঔষধের ব্যবসার পার্টনার বানানোর জন্য আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবী করেন। কিন্তু আমি তাতে সম্মতি না দেয়ায় তিনিও আমার উপর ক্ষুব্দ হন এবং স্বপদে থাকতে দিবেন না মর্মে হুমকি প্রদান করেন।
নীতি-নৈতিকতা ও আদর্শ নিয়ে রাজনীতি করার কারণে এবং অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এহেন স্বেচ্ছাচারি কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এম এ নাসির সাংবাদিককে জানান, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট বিষয়ে মামলা করতে গেলে উপজেলা আ'লীগের সভাপতি চিনু ও সাধারণ সম্পাদক মজনুর কারণে মামলাও করতে পারিনি। তাদের (চিনু ও মজনু) সাহসে উমর ফারুক চেয়ারম্যান পরিষদে সরকারের দেয়া উন্নয়ন মুলক সকল কাজে বিভিন্ন অনিয়ম করতেছে । এতে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যা আমি একজন মুজিব সৈনিক হিসেবে মেনে নিতে পারিনা।
এম এ নাসির প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিচার চেয়ে তাকে অনুরোধ করে বলেন, আপনি সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার করবেন। এতে আমি দোষী হলে আপনার বিচার মাথা পেতে মেনে নিবো।
উল্লেখ্য যে, বিধি বহির্ভুতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের একক সিদ্ধান্তে ও স্বাক্ষরে বিগত ১০ নভেম্বর ২০১৯ তারিখে ঘরে বসে পূর্বের অনুমোদিত কমিটি বিলুপ্ত না করেই মোঃ আব্দুল খালেক মন্ডল(চিনু) কে আহ্বায়ক ও এম এ নাসিরকে যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের একটি অবৈধ কমিটি গঠন করা হয়।
হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বের বৈধ কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সোলজার হোসেন বলেন, ২০১৩ সালের ২৮ জানুয়ারী মোঃ আব্দুল জলিলকে আহ্বায়ক, মোঃ সোলজার হোসেনকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মোঃ আব্দুল খালেক মন্ডল চিনুকে ২নং যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। এই কমিটি বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করে আসলেও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনৈতিক, অসামাজিক ও স্বেচ্ছাচারি সিদ্ধান্তে সম্মত না হওয়ায় তারা ক্ষমতার অপব্যবহার করে কাউকে না জানিয়ে আমাদের অনুমোদিত কমিটি বিলুপ্ত ছাড়াই অপর একটি অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করে যা আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী।
তিনি আরও বলেন, গত ১মার্চ ২০১৭ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত জেলা/মহানগর/উপজেলা/পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমতি ব্যতীত কোন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা ও জেলা শাখার কমিটি ভাঙা বা বিলুপ্ত করা যাবে না।
অথচ কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ব্যক্তি স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগে ভাঙা-গড়ার খেলায় মেতে উঠেছে। সংগঠনের স্বার্থে তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy