তফিকুল ইসলাম(কালাই)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাইয়ে ইটভাঙা মেশিন ট্রলি – মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে জয়পুরহাট-বগুড়া সড়কের পাঁচশিরা ঠুসিগাড়ি এলাকায় এদূর্ঘটনা ঘটে।
আহতদের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন- কালাই পৌর শহরের কলেজ পাড়া মহল্লার নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, মোজাহার আলীর ছেলে মিন্টু, চকমোড়লী গ্রামের তবিজ উদ্দিনের আব্দুল হামিদ।
বিষয়টি নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,আব্দুল হামিদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কালাই পৌর শহরের যাচ্ছিলেন।
পথে বাসস্ট্যান্ড এলাকায় পুনটগামী ইটভাঙা মেশিন ট্রলি -মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে হলে ৩ জন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Leave a Reply