প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২১, ৭:৩৫ পি.এম
কালাইয়ে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ
তফিকুল ইসলাম(কালাই)প্রতিনিধিঃ-
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় ১ শ ২০ জন এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পুষ্টিকর ও উন্নত জাতের ৫ কেজি-চাল, ৩ কেজি-আলু, হাফ কেজি-ডাল, ১ কেজি-লবণ, হাফ কেজি-ছোলা, ১ কেজি-পেঁয়াজ ও আধা লিটার-সয়াবিন তেল হাতে পেয়ে ভীষণ খুশি ঐসব এতিম শিশুরা।
কালাই উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি বাস্তবায়নে রবিবার(২৫ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচশিরা মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানা, জিন্দারপুর দারুল কোরআন আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং, হিলফুল ফুযুল সংঘ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চত্বরে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ১ শ ২০ জন এতিম শিশুদেরে মাঝে এক এক করে খাদ্যসামগ্রীর বস্তা বিতরণ করেন কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো.তানভীর হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন, কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহীন রেজা, উপজেলা চাউল কল মালিক সমিতির সধারন সম্পাদক মো. হুমায়ন কবির তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই অফিসার মো.ছায়েম উদ্দিন, উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো.শহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো.ইউছুফ আলী প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy